সালথায় আন্তর্জাতিক নারী দিবস-২০২২ পালিত
1 min read
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো `টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য`।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।
আলোচনা সভায় দেশ ও সমাজের উন্নয়নে নারীদের অবদান নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি নারীর অধিকার, নারী-পুরুষের সমতা, নরীদের ক্ষমতায়ন ও নারীর দক্ষতা উন্নয়ন শীর্ষক বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভা শেষে বিউটিফিকেশন ও ফ্যাশনডিজাইনার মোট ৫০জন প্রশিক্ষণার্থীকে ১২হাজার টাকার চেক প্রদান করা হয়।