চরভদ্রাসনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
1 min read
মোঃ রাকিব হোসেনঃ
ফরিদপরের চরভদ্রাসনে ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য’ প্রতিপাদ্যের উপর গুরুত্বারোপ করে নারী দিবস-২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল এগারো টায় চরভদ্রাসন উপজেলা চত্তরে এক র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে উপজেলা নিবার্হি অফিসার তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে উক্ত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাউছার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মেল্যা,ফরিদা বেগম,ইউপি চেয়ারম্যান আজাদ খান প্রমূখ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা শারমিন আক্তারের সার্বিক তত্বাবধানে সভায় বক্তারা নারীর অধিকার,নারী-পুরুষের সমতা,নরীদের ক্ষমতায়ন ও নারীর দক্ষতা উন্নয়ন শীর্ষক বিষয়ে আলোচনা করেন।