সালথায় র্যাবের হাতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
1 min readসালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৮ ক্যাম্প। মঙ্গলবার (৮ মার্চ) বেলা ৩টা ৫০ মিনিটে অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্ব উপজেলার গট্টি ইউনিয়নের হাবলি বাঘাট গ্রামস্থ দাউদ শেখ এর চায়ের দোকানের সামনে পাকা রাস্থার উপর হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন গট্টি ইউনিয়নের হাবলি বাঘাট গ্রামের রব্বান মোল্লার ছেলে মোঃ শিপন মোল্লা (২০) একই ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামের ফজলু মৃধার ছেলে মোঃ সালমান মৃধা (২৭)।
এ সময় তাদের হেফাজত হতে ৯৮ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪ টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামদেকে ফরিদপুর জেলার সালথা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে সালথা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।