সালথায় বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার সালথা উপজেলাধীন বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কলেজ ক্যাম্পাসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে এক অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় কলেজ প্রশাসন।
অনুষ্ঠানের প্রথমে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
বক্তারা কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে দেন। তারা বলেন, এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। কোনো রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান জানান বক্তারা। সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছলিমা অাকতার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সালথা উপজেলা অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও অাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান সোহাগ, ইভা মাল্টিপারপাস কো অপারেটস সোসাইটি লিমিটেড ফরিদপুরের চেয়ারম্যান অরুপ চক্রবর্তী, বিশিষ্ট ক্রিড়াবীদ নিলুফা অাক্তার প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্বা শাহাদাৎ হোসেন বাদশা, মো. মজিবুল হক ও দাতা সদস্য অাবু রাহাত খান সিরাজ, ধুপাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমরুল কবির জিহাদ, বিভাগদী অাব্বাসিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহফুজুর রহমান, অাটঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুজ্জামান খান, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, বিভাগদী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাসেল মাহমুদ, সালথা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ফারুক, মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।