সালথায় ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শির্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
1 min read
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
স্বাধিনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ফরিদপুরের সালথা উপজেলায় মক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা এবং ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান’ শির্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে বুধবার (২রা মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার নিয়ামত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, সালথা থানা পুলিশের এসআই হান্নান মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করে সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।