সালথায় আওয়ামী সেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ালীগের অন্যতম সহযোগী অঙ্গ সংগঠন আওয়ামী সেচ্ছাসেবকলীগের আসন্ন ৫ই মার্চের ফরিদপুরের সালথা উপজেলা শাখার সম্মেলন উপলক্ষ্যে সেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মঙ্গলবার (১লা মার্চ) বিকালে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোঃ ইমারত হোসেন পিকুল, সৈয়দ আলী মাতুব্বর, ফারুক হোসেন, আব্দুর রহমান, বাদল হোসেন, রাকিবুল হাসান জুয়েল, নাজমুল হোসেন, কামাল হোসেন, সোহেল মাহমুদ, শেখ সুমন আহমেদ, মাহবুব হোসেন, রানা আহমেদ জয় প্রমূখ।
প্রস্তুতিমূলক সভায়, আসন্ন সেচ্ছাসেবকলীগের সম্মেলন সফল ও সার্থক করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।