সালথায় গরু ও ছাগল খামারীদের প্রশিক্ষন অনুষ্ঠিত
1 min read
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় ২০২১-২০২২ অর্থবছরে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় ২৭ ফেব্রুয়ারী থেকে ১লা মার্চ ৩দিন ব্যাপী খামারী প্রশিক্ষন এবং উন্নত জাতের ছাগল পালনের মাধ্যমে দরিদ্রতা হ্রাসকরণ ও বেকারত্ব দূরীকরণ বিষয়ক ১লা মার্চ থেকে ২রা মার্চ পর্যন্ত ২ দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাখায়াত হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নিয়ামত হোসেন প্রমূখ।
এই প্রশিক্ষনের মাধ্যমে উপজেলার ৫০ জন গরুর খামারী এবং ৩৫ জন ছাগল খামারী মোটা তাজাকরণ ও আধুনিক পদ্ধতিতে গরু-ছাগল লালন পালনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভ করেন।