October 4, 2024

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

চরভদ্রাসনে তেলীডাঙ্গী থেকে আতিয়ার রহমান নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ

1 min read

সুলতান মোল‌্যাঃ

ফরিদপুরের চরভদ্রাসনে আতিয়ার রহমান (৫৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার তেলীডাঙ্গী গ্রামের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে- মধ্যরাতে কে বা কারা তাকে হত্যা করে ফেলে যায়।

এলাকাবাসী জানান, বুধবার সকালে ঘরের জানালা ও দরজা বন্ধ ছিল। বাইরে বৈদ্যুতিক বাল্ব জ্বলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। ডাকাডাকি পারেন স্থানীয়রা সাড়া না পেয়ে পরে বাড়িতে ঢুকে খাটের উপর রক্তাক্ত লাশ দেখতে পায়।খবর পেয়ে ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার সুজন রঞ্জন সরকার, উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী ঘটনা স্থান পরিদর্শন করেছেন।

এছাড়া পুলিশ ব্যবসায়ীর লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছেন। এ ব্যাপারে চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান, “এখন পর্যন্ত এ হত্যার কোনো ক্লু খুজে পাওয়া যায় নাই, তদন্ত কাজ চলছে এবং একটি মামলা প্রক্রীয়াধীন আছে।

জানা যায়, ব্যাবসায়ীর লাশের সুরতহালে মাথার বিভিন্ন জায়গায় জখমের চি‎হ্ন রয়েছে এবং নাকে রক্তাক্ত রয়েছে। গত দু’দিন আগে নিহত ব্যাবসায়ীর ছেলে ও মেয়ে সহ তার স্ত্রী পিতৃালয়ে বেড়াতে গিয়েছিল। তাই গৃহকর্তা বাড়ীতে একা ছিল। ধারনা করা হচ্ছে, অজ্ঞাত ঘাতকরা কৌশলে বাড়ীতে ঢুকে খাটের উপর ব্যাবসায়ীকে হত্যা করে রেখে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.