সালথার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
![](https://sodeshtribune.com/wp-content/uploads/2022/02/received_656475262351168.jpeg)
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার ঐতিহ্যবাহী বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সোমবার (২১শে ফেব্রুয়ারী) বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের আয়োজনে সকাল সাড়ে ৮ টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯টায় বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয় চত্বর হতে প্রভাত ফেরী বের হয়ে বিভাগদী রিজিয়া রশিদ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রদক্ষিন করে কলেজের চত্বরে এসে শেষ হয়। সকাল সাড়ে ৯টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কলেজের দাদা সদস্য আবু রাহাদ খান সিরাজ, মহাবিদ্যালয়ের প্রভাষক সাইফুল ইসলাম, মেহেদী হাসান, স্বরসতী রানী, সাবেরা সুলতানা, বিকাশ চন্দ্র, শফিকুল ইসলাম, তানিয়া আক্তার, শিক্ষক লাকী আক্তার ও হিসাব সহকারী মনিরুল ইসলাম প্রমূখ।
এ সময় “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি” গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর সকলেই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।