চরভদ্রাসনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ পালিত
সুলতান মোল্যাঃ
ফরিদপুরের চরভদ্রাসনে মহান জাতীয় শহীদ দিবস ও আন্তজাতিক মাতৃভাষা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে, চরভদ্রাসন উপজেলা চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা এর নেতৃত্বে প্রভাত ফেরির এক বিশাল র্যালি নিয়ে। চরভদ্রাসন বাজারের মেইন পয়েন্ট দিয়ে মুক্তিযোদ্ধা চত্বর ঘুরে বাজারের মেন সড়ক ঘুরে উপজেলা চত্বরে ফেরত আসেন র্যালিতে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম এবং বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান সহ বীর মুক্তিযোদ্ধারা, এছাড়া চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ কাউছার। এছাড়াও প্রভাত ফেরি র্যালিতে অংশগ্রহণ করেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম। এবং ৩নং চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আজাদ খান এবং চরভদ্রাসন উপজেলা আওয়ামীলীগ এবং আওয়ামীলীগের অঙ্গসংগঠন অংশগ্রহণ করেন। বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দরাও অংশগ্রহণ করেন এছাড়াও র্যালিটির শেষে উপজেলা সভাকক্ষে শিক্ষার্থীর মাঝে চিত্রাঙ্গন প্রদর্শনীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।