January 23, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

আলফাডাঙ্গায় প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

কবীর হোসেনঃ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল হকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেয়া।
২১ ফেব্রুয়ারি রাত ১২ টা ১ মিনিটে শহিদ মিনিটে পুষ্পস্তবক অর্পণ ও কালো ব্যাচ ধারন, সকালে জাতীয় পতাকা অর্ধনমিত, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের শুদ্ধ নাম উল্লেখপূর্বক বিশেষ মোনাজাতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সময় মেয়র সাইফুর রহমান সাইফার,উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা,উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, ইউপি চেয়ারম্যান, সকল দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.