নগরকান্দায় জোরপূর্বক সাংবাদিক এর বাড়ির ফলদ গাছ কর্তন

নগরকান্দা প্রতিনিধিঃ
নগরকান্দার শহীদ নগর ইউনিয়নের ছাগলদী গ্রামের দক্ষিন পাড়াস্থ বীর মুক্তিযুদ্ধা মৃত আঃ রাজ্জাকের সন্তান ঢাকায় কর্মরত সাংবাদিক তৌহিদুল ইসলাম তুহিনের বাড়ির সীমানা থেকে সোমবার সকালে পুরতন বড় একটি ফলদ গাছ কেটে নেন পার্শবর্তী বাড়ির আঃ মান্নান মাতুব্বর, সাংবাদিক ও তার পরিবার এ সময়ে ঢাকায় অবস্থানের সুযোগে গাছটি কেটে সেখানে ঘর তোলার ব্যাবস্থা নিয়েছে।
এ বিষয়ে তৌহিদুল ইসলাম বলেন, আমার কর্মক্ষেত্র ঢাকায় হওয়ায় পরিবার পরিজনদের নিয়ে ঢাকায় থাকি, আমাকে না জানিয়ে আমার গাছটি কেটে নেয়,সে সমাজের গন্যমান্যদের ও অমান্যকারী দুষ্ট প্রকৃতির লোক, আমি এর সঠিক বিচার চাই, আমি বাড়িতে এসে থানায় দরখাস্ত করবো।
এই বিষয়ে জানতে আঃ মান্নান মাতুব্বরের সাথে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয় নাই।