ফরিদপুরে দৈনিক ভোরের কাগজ পত্রিকার ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
1 min read
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে মুক্তিযুদ্ধের স্বপক্ষের পত্রিকা জনপ্রিয় খবরের কাগজ “দৈনিক ভোরের কাগজ” এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ফরিদপুর জেলা ভোরের কাগজ পরিবারের আয়োজনে সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাঁটা হয়। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোরের কাগজের জেলা প্রতিনিধি মশিউর রহমান খোকন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু, সহকারী কমিশনার (ভুমি) এন এম আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র নিমাই চন্দ্র সরকার, জেলা পরিষদ সদস্য আনজুমান আরা বেগম, নগরকান্দা থানা অফিসার ইনচার্জ হাবিল হোসেন, নগরকান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, মহিলা ভাইস-চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরোয়ার মোর্শেদ, ভোরের কাগজ পত্রিকার ভাংগা প্রতিনিধি রমজান সিকদার, সদরপুর প্রতিনিধি নুরুল ইসলাম, সালথা প্রতিনিধি আরিফুল ইসলাম, চরভদ্রাসন প্রতিনিধি আসলাম বেপারী, মধুখালি প্রতিনিধি অঞ্জন রায়সহ নগরকান্দায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করে ভোরের কাগজের নগরকান্দা প্রতিনিধি নিজাম নকিব।
আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, গঠনমূলক, সত্য ও তথ্য সমৃদ্ধ সংবাদ পরিবেশনের জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের পত্রিকা দৈনিক ভোরের কাগজ এর প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপন দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে ভোরের কাগজের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, নগরকান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি মশিউর রহমান খোকন ও নগরকান্দা প্রতিনিধি নিজাম নকিব’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।