চরভদ্রাসনে যুগান্তরের ২৩ বছর পূর্তি অনুষ্ঠান পালিত
সুলতান মোল্যাঃ
ফরিদপুরের চরভদ্রাসন প্রেস ক্লাব মিলনায়তনে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় দৈনিক যুগান্তর পত্রিকার ২৩ বছর পূতি অনুষ্ঠান পালন করা হয়েছে।
দেশের প্রথম সাড়ির সুনামধন্য পত্রিকা দৈনিক যুগান্ত ২৩ বছর পদার্পন উপলক্ষ্যে চরভদ্রাসন প্রেস ক্লাব এ প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ মেজবাহ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাজ্জাত হোসেন মন্টু মৃধা, সভাপতি মানবাধিকার বাস্তবায়ন সংস্থা চরভদ্রাসন, আবুল কালাম সাংবাদিক দৈনিক সমকাল, আঃ ওহাব মোল্যা সাংবাদিক দৈনিক বাংলাদেশের খবর ও সাংবাদিক আবুল কালাম মোল্যা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিয়াকত আলী লাভলু সাংবাদিক দৈনিক ভোরের ডাক ।
কেক কাটার মাধ্যদিয়ে দৈনিক যুগান্তর পত্রিকার গৌরবময় ২৩ বছরের ধারাকে অব্যাহত রাখতে পারে এই কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সাংবাদিক আবুল কালাম, আঃ ওহাব মোল্যা, লিয়াকত আলী লাভলু, আসলাম বেপারী, রতন টিকাদার, আরিফ ইসলাম, মোঃ সুলতান মোল্যা, সাজু আহম্মেদ ও এনামূল হক প্রমূখ।
অনুষ্ঠানে যুগান্তর পত্রিকার সফলতা কামনা করা হয়। এবং এই পত্রিকাটি যেন আরো ভালো করতে পারে সেই প্রতাশা করা হয়।