March 20, 2025

স্বদেশ Tribune

গণ মানুষের খবর

কৃষি জমি ধ্বংস করে পুকুর কাটছেন-হালিম মোল্ল্যা

1 min read

ফ‌রিদপুর প্রতিনিধিঃ

মাটি ও বালু দস্যুদের বিরুদ্ধে শক্ত অবস্থানে প্রশাসন। কৃষিজমি, পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় মাঝেমধ্যেই চলছে ভ্রাম্যমাণ আদালতের ঝটিকা অভিযান। জেল-জরিমানা হচ্ছে অভিযুক্তদের। কিন্তু তারপরও বোয়ালমারীতে থেমে নেই মাটি ও বালু খেকোদের বিরামহীন দৌরাত্ম্য। মফস্বলে পা রাখলেই দেখা মিলবে সরুকাচাঁ বা পাকা রাস্তায় মাটিবাহী ট্রলি নামক অবৈধ ভারী যানবাহনটির দাপাদাপি। সল্পায়ুর অতি ভার বহনে অক্ষম এসব গ্রামীণ অবকাঠামোর ভবিষ্যৎ দুমড়েমুচড়ে দিয়ে চলছে মাটি খেকোদের ভয়াবহ তৎপরতা। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সৈয়েদপুর গ্রামের মোঃ হালিম মোল্ল্যা উর্বর কৃষি জমি ধ্বংস করে পুকুর কাটছেন সৈয়েদপুর মাঠে,তার সংগে মোবাইলে যোগাযোগ করলে জানান, শ্যামল বাবুর সাথে কথা বলেন,আর এম এস ভাটার মালিক শ্যামল সাহার সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে বলেন, আমার এস্কেভেটর (বেকু) ড্রাইভারের সঙ্গে হালিমের কথা হয়েছে। তাহার পুকুরে পাড় বেধে অবশিষ্ট মাটি ভাটায় নিয়ে আসবে, এবং হিসাব করে দেখে টাকা যদি হালিম পায় তাহলে হালিমকে টাকা দেওয়া হবে,অথবা আমি টাকা পেলে হালিম আমাকে টাকা দিয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.