সালথায় ব্যাবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
1 min read
সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় মোবাইল ব্যাংকিং, জুয়ালারী, এজেন্ট ব্যাংকিং, তেলের পাম্প সহ বিশেষ কিছু ব্যাবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সালথা থানা পুলিশের আয়োজনে সোমবার বেলা ১১টায় সালথা থানা চত্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ আসিকুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল মোঃ সুমিনুর রহমান। সালথা থানা পুলিশের অপারেশন অফিসার গোলাম মোন্তাসির মারুফ, এসআই হান্নান মিয়া, উপজেলা বিকাশ ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুল ইসলাম প্রমূখ।
মতবিনিময় সভায়, ব্যবসায় নিরাপত্তা জোড়দারসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয় পাশাপাশি যেকোন সমস্যায় থানা পুলিশের সাহায্য নেওয়ার কথা বলা হয়।